এ কোন পৃথিবীতে নির্বাসিত করলে আমায়,
হে আমার ঈশ্বর!
নীল আসমানে ছড়ালে মেঘমালায় আবীর,
কৃষ্ণ মেঘবালিকারে দিলে প্রাঞ্জল বারিধারা,
বর্ণিল ফুলে জুড়ে দিলে ভালোলাগার সৌরভ,
বিহঙ্গেরে দিলে অবারিত মুক্ত কন্ঠ গাহিবার,
নদী নিলো তৃষ্ণার জল আর মাটির প্রাণ,
মৃন্ময় জমিন পেলো ফল-ফসল সম্ভার,
পাহাড়ে দিলে ঝর্ণার স্ফটিক স্বচ্ছ জল,
নীলাভ সমুদ্রের বুকে বিশাল ঔদার্য।


বিমাতার মতো মানুষকে কেন দিলে
জিঘাংসা, দ্বেষ, লোভ, আগ্রাসী যুদ্ধবাজ মন।
দিলে দর্প, ছলাকলা, লুকোচুরি, আদিমতা
আর
আত্মকেন্দ্রিকতার বিধ্বংসী ঘূর্ণি হৃদয়ে।


মানুষের শোণিত বয়ে যায় বহতা নদীতে,
বারুদ আর বুলেটের স্ফুলিঙ্গে শঙ্কিত পৃথিবী,
হায়নার কাছে ধর্ষিতা হয় কন্যা জায়া জননী,
শোষণের আদিমতায় বাড়ে ব্যবধান মানুষে মানুষে,
শক্তির প্রমত্ত শর বিদ্ধ করে অতনু মানবতা,
বেদনার নীলাভ আবীর আরক্ত করে মন,
নিঃসহায় মানুষ মোমের আলোয় প্রদীপ্ত করতে চায় হাজার বছরের অন্ধকার অচলায়ত ---
ঝড়ের তান্ডবে বিলীন হয় নিমগ্ন আরতির শিখা।


এ কোন পাপ গ্রহে সমর্পিত করলে আমায়, হে আমার ঈশ্বর!
আর কতকাল পোহাবো অনন্ত কৃষ্ণ প্রহর
এই নিষ্ঠুর নির্দয় মায়াবী জমিনে,
আর কতকাল বাইব জীবন-তরী এই ভ্রষ্টা পৃথিবীতে।
                    ------------------