মৃত্তিকাজাত ভূমিপুত্র নিঃসীম নীলিমায়
ঔদার্য স্পর্শ অভিলাষে ছড়াও কিশলয়
তাবৎ জনারণ্য সবুজে সবুজে আকীর্ন
করার অঙ্গীকারে,
ভালোবাসার নিরেট বাঁধন
বিস্তৃত করো মৃন্ময় অলিন্দে,
আকন্ঠ পান করো যা কিছু সুন্দর কল্যাণকর
পঙ্কিল আবর্ত থেকে,
আলোকিত নক্ষত্রের বর্ণালীর
অভিসারে উন্মুখ তুমি,
ফোটাও ফুল
সৌরভ আর রঙের প্রস্রবনে স্নাত করো
ক্লেদাক্ত মনের বিস্তার,
নিমগ্ন তপস্যার ফুল আর ফলের অঞ্জলিতে
তৃপ্ত করো তৃষ্ণার্ত পৃথিবীকে,
নিঃশ্বাসে ছড়াও সুনির্মল বিষময় অবারিত সমীরণে,
প্রশ্বাসে তুলে নাও বিষ
স্পন্দিত করো প্রাণের কোলাহল।
মানুষের কদর্য স্বার্থ প্রসবিত
সীমাচিহ্ন, বর্ণ, জাতির জুড়ে দেওয়া
বৈতরণী পেরিয়ে পাখি, প্রজাপতির
আত্মার রাখী যেন তুমি
আরাধ্য ভালোবাসার অনবদ্য এক
কবিতা মঞ্চ।


নিষ্ঠুর নির্দয় তোমায় বিভাজিত করে
গড়ে আসবাব, স্থাপত্য
--- সবুজের কবরে সৌকর্যময় সভ্যতা,
তোমার নিঃশেষ নিবেদন
দেহভস্ম ও জীবাশ্মে বন্ধ্যা পৃথিবী হয়
ফুলে ফসলে ঋদ্ধ, শোভিত।


হে নিরুত্তর নিশ্চল পয়গম্বর!
বেদনার উষ্ণ অশ্রুজল,শোণিত, বারুদ
বহমান পৃথিবীর অববাহিকায়,
মিথ্যা, লুকোচুরি,অহং,অসাম্যে অবরুদ্ধ
মানবিক জীবন চক্রযান।


হে মহাজীবন!
জীবনাবর্তে সঞ্চারিত করো তোমর ধর্ম
--- ত্যাগ ঔদার্য মুক্তবুদ্ধি ভালোবাসা,
অতনু অভেদ্য প্রচীর লয় হোক
মানুষে মানুষে, দেশে দেশে, ধর্মে ধর্মে,
--- একটি অতল স্বচ্ছ সবুজে আকীর্ণ
মন দাও মানুষের মাঝে
মানুষেরে ভালোবাসিবার।
                  ----------------