অনটনে কাটে বেলা, নাই কোন কাজ,
ক্ষুধার দহনে জ্বলে, পুড়ে যায় মন,
চুরির দায়েতে তারে দিলে শত লাজ,
মুণ্ডিত মাথায় ঘুরে --- নিন্দিত জীবন।  


দেশের সম্পদ লুটে সবার পুজিত ,
ফুলেল আসনে বসে করে মিথ্যাচার,
গরীবের ধনে তার প্রাসাদ সৃজিত,  
শোষণে শোষণে বাড়ে নিত্য অবিচার।


দরিদ্র ভিখারি হয়ে ঘুরে দ্বারে দ্বারে,
জনতা নীরব রয় রক্তচক্ষু ভয়ে,
লুকোচুরি ছলাকলা চলে নির্বিচারে,
কঠিন পাথর বেলা দেশে যায় বয়ে।    

রঙিন মুখোশে ঢাকা, চিনেনাতো চোর,
ছিন্নমূল ছিন্নবেশে খুঁজতে বিভোর।