তাবৎ পৃথিবীর জন্য বুক ভরা ভালোবাসা নিয়ে
মানুষ আসে সবুজে আকীর্ণ মৃত্তিকায়।
ভোরের মহান স্বর্ণালি আলোয় পাতার লুকোচুরি,
ফুল পাখি আর প্রজাপতির রাখিবন্ধন,
নদীর তরঙ্গায়িত ভাটিয়ালি, রূপোলী ডানার মাছ,
হলুদ জোছনায় শিশুর কানামাছি খেলা
--- অপরূপ রূপের স্বর্গের সুষমায়
আনন্দে ভাসে মৃন্ময়  পৃথিবীর জনারণ্য।


মহাজ্ঞানী মহাজন আসেন মানবতার সংকটে, কৃচ্ছতায়
---- করুণার পংক্তিমালা ধর্ম-নির্ঝর হয়ে ছড়ায় পৃথিবীর বিস্তারে।
ধূর্ত কদর্য নটবর ছিনিয়ে নেয় জ্ঞানীর পরম্পরা
--- বিষাক্ত হেমলকে নীলাভ হয় মানবতার অলিন্দ,
ধর্মের নামে শোণিত ঝরে বুকের পাঁজর চিরে,  
পিতৃহারা শিশুর আর্তনাদ পশেনা পাষাণ হৃদয়ে,
কখনো ধর্ষিতার গ্লানির কারক হয়ে যায় ধর্ম,        
তার দীঘল কালো চোখ মেঘ হয়ে ঝরায় আমৃত্যু  অশ্রুধারা।


আর কতকাল রাহুর গ্রাসে পোহাবে প্রহর মানুষের,  
নমস্য নামাবলীতে লুকাবে তোমার কুহক স্বরূপ,
আর কতকাল ছড়াবে রক্ত পৃথিবীর বহতা নদীতে।      
এবার রুদ্ধ করো তোমার ভেদবুদ্ধিময় জিঘাংসা,
নিভাও তোমার দানবীয় রূঢ় দাবানল,  
ফিরিয়ে নাও ঘাতক তরবারি।
               -----------------