আমি মনে মনে যাই দূরে বহু দূরে
কৈশোরের চমকিত বর্ণিল পাতায়,
যৌবনে আপোষহীন দুর্বিনীত বায়,
সৃষ্টির উদয়রাগে, ছন্দময় সুরে।
নিঃস্বের ক্রন্দনরোলে অশ্রু ঝরে পড়ে
যেন অনন্ত জীবনে ছিলাম মায়ায়।
সাদা আর কালো, নিঃস্ব  দীন অসহায়
সাম্যের বাঁধনে রাখি মমতার নীড়ে।


প্রহর পোহায়, নামে জীর্ণতা জীবনে,  
দিনে দিনে রুদ্ধ হয় কঠোর শৃঙ্খলে,
উড্ডীন চিলের ডানা ক্লান্ত অবসাদে,
সাঁঝের বেলায় ফিরে দিন অবসানে,  
অপূর্ণ বেদনা বিঁধে স্মৃতির অতলে  
মন ভুবে অস্তরাগে অন্তিম প্রাসাদে।