নীলাভ বেদনা উড়ে মনের আকাশে,
আসেনি আপন হয়ে পাথর বেলায়।
রোদন মূর্ছনা ঝরে  বিবর্ণ সন্ধ্যায়,
আঁধার নেমেছে ধীরে হিমেল বাতাসে। রাতের অমানিশায় জোনাকিরা পাশে
এনেছে শান্তি মায়ায়, আলোর শিখায়।
চাঁদ জোছনায় দিল সুবাসিত বায়,  
নক্ষত্র-ছায়ায় কাটে, সূর্যের নিঃশেষে।


দুখের গহীন বনে, অসহ রোদনে
আসেনা সুখের পাখি---বিমোহিত প্রাণ।  
দুঃখরে করোরে জয় জ্ঞানের সৌরভে,
মিলবে গৌরব গাথা, সহায় বিহনে।
পৃথিবীতে রটে যাবে  দীপ্ত জয়গান,
এ জীবন পূর্ণ হবে বিজয় গৌরবে।