করোনা মানুষের মূল্যবোধের বিস্তারে জাগিয়ে তুলছে নবীন কিশলয়,
মানুষের দাম্ভিকতা, মনের কৃষ্ণ অচলায়তন,
প্রচলিত জীর্ণ বৃদ্ধ বিশ্বাসকে চূর্ণবিচূর্ণ করছে।
দুঃস্থ দুঃসহ মানুষের কল্যাণবিমুখ শাসক পারমাণবিক শক্তিমত্তায় লিপ্ত উন্মাদদের রূঢ়তাকে অসার, অর্থহীন করেছে করোনা৷
করোনা মনুষ্য সৃষ্ট সীমাচিহ্ন, কাঁটাতার ছিন্নভিন্ন করে বিশ্ববোধের নন্দিত পরাগে  আকীর্ণ করেছে নিরেট পাষাণ মন।
করোনা শিখিয়েছে নিয়ম
--- অনিয়মকে যে মানুষ করেছে নিয়ম।


বিজ্ঞানের অব্যর্থ শরে বিদ্ধ হয়ে রক্তাক্ত দেহে অন্তর্ধান হবে করোনা।
তবু্ও চেতনার রঙে রঙে সাজিয়ে যাবে পৃথিবীতে মানবতার দীর্ঘ পোট্রের্ট।
করোনার ঈঙ্গিতে পদ্ম ফোটবে বন্ধ্যা সরোবরে,
রঙিন ডলফিন খেলবে নিঃশঙ্ক,
পাখি প্রজাপতি হরিণ চিল পোহাবে প্রসন্ন  বেলা,
মানুষের কাছে লাঞ্ছিতা ধর্ষিতা প্রকৃতির
জরায়ু ছিঁড়ে প্রসব করাবে নতুন এক পৃথিবী।


মানুষ আবার কলুষিত করবে সেই আরাধ্য পৃথিবী।    
নারীর সম্ভ্রম হারানোর বেদনার তপ্ত অশ্রুতে
লোনা হবে মৃন্ময় মৃত্তিকার কোমলতা,
মিসিসিপি ইউফ্রেটিস নীলনদ গঙ্গা হবে রক্তগঙ্গা,
নির্দয় মানুষ আবার বোমা ফাটিয়ে হত্যা করবে গর্ভবতী পশুকে।
মানুষের দুর্নিবার চাওয়ায় বিপর্যস্ত প্রকৃতি
জন্ম দেবে অসংখ্যবার মহামারী,
তবুও মানুষ, মানুষ হবে না।
দাম্ভিকতায় লোভে লালসায় মশগুল মানুষ ভুলে যায় সব, ভুলে যাওয়ার ইতিহাস তার।