হে করুণাময় ! তোমার মানসকন্যা
পৃথিবী জুড়ে আজ বোবা বেদন-বন্যা।
বোনের বৈধব্যের শুভ্র শ্বেত আঁচলে
আদ্র হয়ে যায় শোকের চোখের জলে।
মানুষ শিহরি উঠে আতঙ্কে শঙ্কায়,
মৃত্যুর মিছিল বয়ে চলে মৃত্তিকায়।
চঞ্চল ত্রস্ত নগরী নির্লিপ্ত নির্জীব,
রুদ্ধ হলো কবি কন্ঠ, নিরুদ্ধ সজীব।


তুমি উড়ন্ত মেঘে সুখের বৃষ্টি দাও,
হাসি আনন্দ বিলিয়ে দুঃখ তুলে নাও।
তুমি শৃঙ্খল ছিন্ন করো বন্দী শিশুর,
ধুয়ে দাও আদ্র তপ্ত অশ্রু পৃথিবীর।
জাগাও আবার তুমি কর্মের চাঞ্চল্য,
মানুষের মাঝে জাগাও শিশু-সারল্য।