কত পড়ন্ত বিকেল পোহালাম আকুলতায়
সমুদ্রের বালুচরে উজান বাতাসে,
জোছনার কত প্রহর ফুরালো কলকাকলীতে
--- তবুও আপন হলোনা নিরুদ্দেশী।
বন্ধু হয়ে এলো কেউ, অখন্ড বেলায় সঁপেছি ভালোবাসা, তাবৎ অবসর জলাঞ্জলি
--- তবুও হলোনা আপন নিষ্ক্রিয় বাসিন্দারা।
কাটলো স্বর্ণালী যৌবন জাগাতে সুপ্রভাত,
ফোটাতে স্বপ্নের সুরভিত বর্ণিল শতদল
--- তবুও আপন হলোনা আলোর অভিসারী।
হেঁয়ালি সায়াহ্নে দিলাম যাদের পথের দিশা
নক্ষত্রের ঔজ্জ্বল্য লুটে হলো কৃপণ
--- তবুও আপন হলোনা অকৃতজ্ঞ  পথিক।


কেউতো আপন হলোনা, হয়না কখনো,
আপন করি নতুনেরে আবার সুখের সন্ধানে,
তারার মতো যায় তবু দূরে, বহুদূরে।
ভেবে ভেবে দুঃখ পাইনা আর,
নষ্টচাঁদের বেদনার মতো ঝরে অবিরাম আক্ষেপ,
নীরব ক্লান্ত যোদ্ধার মতোন স্পন্দিত হয় বুক,
পার হয় বেলা-অবেলায় দিন
পার হয় অলস বিকেল, সন্ধ্যা নামে ধীরে।
                  -----------------