তোমার বিশ্বাসী চোখের বারান্দায়
বন্যার ছলাৎ ছলাৎ জল,
দুখের নীল অপরাজিতা বরফ হয়ে আছে
বুকের গভীরে, হৃদয়ের অলিন্দে,
কৃষ্ণ প্রহরেরা পোহায়
তপ্ত লোনা অশ্রুপাতে।


আকাশ আর নক্ষত্র অবিচল,
বনানী সবুজের মহিমায় স্নিগ্ধ,
পাখি গায় সুনির্মল অনন্তকাল, ফুল ফোটে,
প্রজাপতি রং ছড়ায় পাতায় পাতায়…….
মানুষ কেন নিয়মকে করে অনিয়ম?
হয়ে যায় অধমেরও অধম,
ছদ্মবেশ আর মুখোশর অন্তরালে
তার রম্য নিবাস আবাস।
        --------------