রাতে কষ্টরা শিশিরের মতো জমে জমে
প্রহর গুণে আলোকিত ভোরের জন্যে,
না-পাওয়ার ক্লেশে অন্ধ অলিগলি ঘুরে
আলোর শুভ্রতার প্রাঞ্জল বর্ণিল বিচ্ছূরণ
তনুতে ছড়াতে চায় কষ্ট, একপল শান্তির জন্য।
পরিযায়ী পাখির মতো অচেনা হওয়া মানুষ
রেখে যায় কষ্টের বেদনা বিধুর প্রত্নতাত্ত্বিক ফসিল।
বৈষম্যের নিয়ন উজ্জ্বল প্রাসাদ হতে
ভেসে আসা দর্পিত হাসি কষ্টে আকীর্ণ করে।
শ্রমের স্বপ্নিল ফসল চোরাবালিতে লীন হওয়ার কষ্ট
বুকে বিঁধে, দ্রোহের উত্তাল আগুন জ্বালায়।
স্বর্ণালি স্বপ্নিল ভবিষ্যৎ ঘূণো পোকার দংশনে
নষ্ট হওয়ার কষ্ট নিথর করে মানুষকে আমৃত্যু।
দূর নক্ষত্রে মিশে যাওয়া প্রাণাধিক প্রিয়ের
অনাবিল স্মৃতিরা কষ্ট হয়ে ফিরে বারংবার।
নিঃশব্দে নিরবে বয়ে চলা নদীর মতো কষ্ট  
বিভাজিত করে পার্থিব মানবতা, দুই তীরে,
মনকে নিয়ে যায় কষ্ট, আপন থেকে দূরে, নিরুদ্দেশের দেশে।