ইচ্ছে করে কালিদাসের কাজল কালো মেঘদূত হয়ে ভালোবাসার নন্দিত নৈবেদ্য
রিমঝিম অবিরাম শ্রাবন ধারায় ভেজাই
বিরহ বিধুর শূন্য হৃদয়ের বিদীর্ণ অলিন্দ।
  
ইচ্ছে করে বরষার মেঘ হয়ে তপ্ত শস্যভূমিতে
স্ফটিক জলের প্রস্রবণে উপ্ত বীজকে জাগিয়ে
কিষাণীর দীঘল কালো চোখের তারায়
জলরঙের আলপনায় স্বপ্নের প্লাবন ডাকি।


ইচ্ছে করে ভোরের নরম সোনালী আলোয়
মেঘে ভেসে পাহাড় ছুঁয়ে স্ফটিক ঝর্ণা হয়ে চলি দূরে বহুদূরে পৃথিবীর মৃন্ময় আবর্তে  
স্নাত করাই মানুষের অসুন্দর কৃষ্ণ আত্মাকে।

ইচ্ছে করে উড়ন্ত মেঘের প্রচন্ড গর্জনে  
মহাবিদ্রোহী নজরুলের বজ্রপাত হয়ে
লেলিহান শিখায় ভস্মীভূত করি অনিয়মের নিয়ম,
শোষণের তন্তুজাল, আত্মকেন্দ্রিক প্রেতের নগরী।


বেলা ও প্রহর পোহায়, ঘুঘুরা খেয়ে যায় ধান,
লুটে ফসলের মাঠ বিদেশী নয়, পড়শী দানব।
জাগো মেঘের মতো অনন্ত অসীম প্রেম
আর বজ্র কঠোর অনবদ্য অদম্য অঙ্গিকারে।
                    -----------------