মৃত্যুকে জেনেছি, দেখেছি কাছ থেকে,
তার হৃৎস্পন্দন শুনেছি আমি নির্জনে,
তখন ছিলনা আসক্তি, প্রেম, মোহ,
রাগ-রিরাগ, হিংসা-দ্বেষ, লোভ, শটতা,
কবিতার প্রাঞ্জল ব্যঞ্জনা, সুরের মূর্ছনা,
যেন এই গ্রহের কেউ নই আমি,
মাধ্যাকর্ষণহীন মুক্ত উড্ডীন বিহঙ্গ,
প্রশান্ত আকাশে নীল সমুদ্রে ভাসছি,
চলছি রিক্ত, নিঃস্ব, পিছুটানহীন ভবঘুরে
অযুত যোজন দূরে, নিরুদ্দেশের দেশে।