অমানুষ ঢাকে মন লুকোচুরি ফাঁদে,
সুরম্য মুখোশ তলে রূঢ় রূপ তার।
অর্থের তৃষ্ণার শরে দীন দুস্থ কাঁদে,
অলীক ভাষণ বেয়ে নামে হাহাকার।  


নটের কুহক রূপে, অর্থের দাপটে  
অমূল্য আসন পায় লোক শাসনের।
অযোগ্য অথর্ব  যারা, গড়ে অর্থ লুটে,
ছিনিমিনি খেলে যায়  ভাগ্যে মানুষের।  


দিন যায় যুগ যায় ঘুচেনা অভাব,
অর্থ দিয়ে কিনে নেয় পদ অবিরাম।
দেশদ্রোহী হয়ে যায়, না থাকিলে ভাব,    
প্রাণ যায় মান যায়  প্রতিবাদ পরিনাম।


আছে শুরু আছে শেষ, উল্টায় গণেশ,
বিবর্তন হয়ে গেলে খেল তবে শেষ।