স্বচ্ছ নির্ঝর মায়ের, মায়াবী তনয়া,
সমুদ্রের অভিসারে, ছুটে চলো দূরে,
বুকের অলিন্দে নাও, কৃষ্ণ বর্জ্য কায়া,
পৃথিবী নির্মল করো --- আপনার নীরে।


সবুজে আকীর্ণ ক্ষেতে, বিমুগ্ধ কিষাণী,
তীরের শ্যাম ছায়ায়, মাছ ধরে জেলে,  
ভাটিয়ালি সুরে চলে, পালের তরণী,
দু'কূলে স্বর্ণ ফসলে, মাঠ ভরে দিলে।


নীরবে দুষ্কর্ম সব, নদী সহে যায়,
লোভাতুর গ্রাসে করে, পলি-বর্জ্য-দেহী,  
ক্রোধে ফুঁসে ভাঙে কূল, প্লাবনে ভাসায়,
মানুষের দোষ ঢেকে, বানায় বিদ্রোহী ।


নদীর মতো জীবন, দেশ প্রেমিকের,
দানে প্রাণ, আনে মুক্তি, দ্রোহী অন্যায়ের।