নিঃস্ব জন অনটন ঘুচাতে কাহিল,
কেউ নেই জনারণ্যে অভাব ঘুচার।
নির্দয় রূঢ় মানব সর্বস্ব লভিল,
ধর্ম, কৃষ্টি, যশ, অর্থ সব গ্রাসে তার৷
ঈঙ্গিতে তার নিষ্পাপ ভোগে পাপ কারা,
লুটে ভাগ্য দরিদ্রের, দেশ হয় জীর্ণ,
স্বাধীনতার স্বপ্নরা সব দিশেহার,
অনন্ত মধ্যাহ্ন রাতে জীবন আকীর্ণ।


কুহকে কুহকে ভরা সুবচন তার,
বিমোহিত জনগণ ভোগে আজীবন,
লুটে বারবার ধন রতন সবার,
তবু কেন শঙ্কা এত, নির্লিপ্ত যৌবন !  
যেমনি উড়ালো দর্প ধ্বজা স্বাধীকার,
অনিয়ম অসুন্দর করোরে নিধন।