নিশি রূপে অপরূপা,
শ্রাবস্তীর চিত্রপটের অবিনশ্বর কারুকার্যে খচিত অবয়ব তার,
প্রেমে প্রণয়িনী, শান্ত, সৌম্য।
তটিনী তীরের হাওয়ার মতো মমতার
পালক ছড়ায় মনে।


আলো তাকে আড়াল করে,
আলো মানুষকেও বিভ্রান্ত করে,
অন্ধ করে--- নিয়ে যায় কানামাছি'র চোরাবালিতে।


ম্রিয়মাণ নিশি নক্ষত্রের আঁচল পেতে অভিমানে  অহনিশি অশ্রু ঝরায়।
মানুষ নিয়ন আলোর ঔজ্জ্বল্যে
অন্ধকারেও ভুলে যায় নিশিকে।
বড় একা হয়ে পড়ে নিশি নির্ঘুম রাতের গভীরে।
শিশিরে শিশিরে পাতায় বেদনার শব্দের মতো
নীল অপরাজিতার মতো কাঁদে বিরহী নিশি।
ডাহুকের কোরাসে হৃদয়ের অলিন্দে জাগে ঘূর্ণি।
কেউ খুঁজেনা, কেউ জড়ায়না সখের চাদরের মতো, গায়ে।
বিরহী বেদনাহত কবি ছড়ায় শুধু
ভালোবাসার উষ্ণতায় ভেজা দু'ফোটা অশ্রুজল।
              ----------------