হাজার বছর ধরে, চলেছি বাংলায়,
ঘর্মাক্ত দেহে চষেছি, মাঠে ফসলের,
যান্ত্রিক চাকায় মন, কর্মের বেলায়,
গড়ে চলি রম্য সৌধ, তোমার বাসের।  


নির্লোভ আকাঙ্খা শুধু, নির্মল জীবন,
শান্তির লিপ্সায় সদা, পোহায় গোধূলি,
জোটেনা শ্রমের মূল্য, ক্ষোভে ভরে মন,    
উনুনে চড়েনা হাঁড়ি, তুমি খেলো হোলি।  


আর কতকাল নেবে, অধিকার কেড়ে,  
গড়েছো অঢেল বিত্ত, নিয়ম বিকিয়ে,
শাসনে শোষণে দর্পে, লোলুপ আঁচড়ে,
ভেঙেছো নির্মল শান্তি, পাষাণ হৃদয়ে।  


অভিশাপ দিচ্ছি জ্বলো, অনন্ত দহনে,
অনিবার্য পরকালে, নির্জলা নির্জনে ।