অস্তরাগে আকীর্ণ বর্ণিল আকাশ ছুঁয়ে
পাখি সব নীড়ে ফেরার আনন্দ কলরবে
গায় দিন শেষের সান্ধ্য কোরাস,
নিমগ্ন কর্ম চঞ্চলতা নতজানু করে
ফিরে সবাই কুলায় মায়াবী স্নিগ্ধ সাঁঝে।
সন্ধ্যাতারার টিপে, নবচাঁদের বাঁকা ঠোঁটে
ঝিরিঝিরি বাতাসে আঁচল উড়িয়ে
তুমি আসো কৃষ্ণ নেকাবে নিশ্চুপ নীরবে
-- চির বিরহী রাত্রি তোমায় খোঁজে না কেউ
তৃতীয় নয়নে এই বসন্ত বাতায়নে।
নক্ষত্রের সামিয়ানায় অবগুণ্ঠিতা তুমি
সূর্যের শোকে পোহাও বিমর্ষ পাষাণ প্রহর,
বেদনার নীল অপরাজিতার পরাগ গায়ে
ঝিঁঝিঁ'র তানে ঝরাও অশ্রুজল অহরাত,
ছায়াপথের তারাময় গালিচা পথে একলা চলো
-- বড় বেশি একা ভাবো নিজেকে শূন্যময় ব্রাহ্মান্ডে।


কে বলে, কোথাও কেউ নেই তোমার?
তোমার অলিন্দ ছুঁয়ে উদাস কবি জপে
ভালোবাসার শিশিরে ভেজা শ্রাব্য পংক্তিমালা।  
জোনাকিরা কানামাছি খেলে অবুঝ শিশুর মতো
গলায় জড়িয়ে তোমার রাঙায় বিধ্বস্ত মন,
বর্ধিঞ্চু চাঁদ জোছনার আবীরে সাজায় তোমায়
অপরূপা রাজকন্যার মতো জহরে জহরে।
জগত জুড়ে রটে যায় কৃষ্ণকলির স্নিগ্ধ কোমলতা,
স্ফটিক  নির্ঝরের মতো স্বপ্নময় তুমি
চাঁদ আর তারার আলোর সৌরভে,
বিবর্ণ মানবতার ক্ষতবিক্ষত তনুতে
ভালোবাসার অনুভবে জাগাও চেতনার রঙ,
পৃথিবীর অনন্ত প্রহর জুড়ে এনে দাও তুমি
সৌম্য, জীবপ্রেম, আত্ম-জিজ্ঞাসার অবসর,
জীবনবোধের নবীন কিশলয় জাগাও
মানবতার অতলান্তে।
                --------------