ফসলে আকীর্ণ দেশ রাক্ষস কবলে,
নীরব হলো মানুষ --- নির্বাক পুতুল,
বুভুক্ষুর গ্রাসে সব তৃষ্ণার অনলে,
প্রাসাদ নিস্তব্ধ হল, নিদ্রায় শীতল।


রাজকন্যা জেগে রয় উৎকন্ঠা মনে,
কখন জাগবে সব বীরত্বের বেশে,
রাজপুত্র দেবে বল ভয়ময় প্রাণে,
মুক্ত হবে সর্বজন অবরুদ্ধ দেশে।


সোনায় মোড়ানো দেশ অনিয়মে বিদ্ধ,    
মানুষের অধিকার লুটে নেয় চোর,
মৃন্ময় কোমল মন বেদনায় দগ্ধ,
অনন্ত মধ্যাহ্ন রাত হয়নাকো ভোর।    


তেজস্বী রাজকুমার রাক্ষস বধিবে,
শৃঙ্খল খুলবে সব, সুষমা ছড়াবে।