লেখকেরা সমাজের স্বপ্নদ্রষ্টা,  
অসুন্দর পঙ্কে নিমগ্ন তপস্যায় শতদল ফোটায়,
নিজেকে ক্ষয়ে ক্ষয়ে আগরের মতোন    
সৌরভ ছড়ায় পুঁতিগন্ধময় বিস্তারে।
হোক না পথ তাদের কণ্টকাকীর্ণ,
দারিদ্র্যের দুষ্টচক্রে বন্দী
তবু তারা স্পার্টাকাসের মতো নিরেট শৃঙ্খল ছিঁড়ে মুক্ত বিহঙ্গের মতো উড়াল দিতে স্বপ্ন দেখায় মানুষকে।


তোমরা জানু নত করো না, হে কালেরকন্ঠ!
তোমরা অন্ধ অন্ধকার ছিন্নভিন্ন করে পথচলা পথিক,
হালভাঙা পথহারা নাবিকের দিশাতারা।
তোমরা নতুন দিনের সুপ্রভাতের ফেরিওয়ালা।