আমাদের স্বপ্নগুলো শুভ্র মেঘ হয়ে
উড়ে মনে বৃষ্টিহীন আহরাত দিন,
উষর-মরুর তাপে মন করে ক্ষীণ,
বুভুক্ষু গ্রাসে নির্যাস, অভাব আলয়ে,
মেধা সামর্থ্য সম্ভার ব্যর্থ হয় জয়ে,
অকর্মা লভিল পদ কাজে অর্বাচীন,
উদ্ভট পশুর পিঠে কাটে সব দিন,
নারী, শিশু, দীন, মানি কাঁপে ত্রাসে ভয়ে।


স্বপ্নের ফেরিওয়ালা রুদ্ধ কারাগৃহে,
অন্যায় নিয়ম হয়ে গর্জে অবিরাম।
ভাঙরে পাষাণ কারা, মুক্ত করো বীর,
বাজাবে ঐক্যের বীণ, বল দেবে দেহে,
শৃঙ্খল ছিঁড়বে বীর দেশ হবে ধাম,
স্বপ্নরা সত্যি হবেই, শান্তি পাবে নীড়।