তুমি চলে গেলে বড় বেশি অভিমানে,
তারারা অপলক চোখে দেখেছে বিদায়,
আমার মধ্যাহ্ন রাতের প্রহরের কৃষ্ণতার
অংশক করিনি তোমায় --- ভরা জোছনায়
যেন তুমি চলো জীবনের রথচক্রে অবিরাম,  
একই নিয়ন আলোয় স্নাত শহরের বাসিন্দা  
তবু অচেনা নভোমণ্ডলের অতিথি যেন আমরা,
কৃষ্ণ একাদশীর চাঁদের হাসির মতো নিষ্প্রাণ
এখন আমাদের প্রত্যাশার ঝলমলে স্বপ্নগুলো,
পোহালো সমগ্র প্রহর --- ফিরলোনা উড্ডীন গাংচিল স্বপ্নরা সুখ হয়ে।


সুখের লাগি পরিযায়ী পাখির মতো
প্রেম খুঁজি হৃদয় থেকে হৃদয়ে, দেশদেশান্তরে,
তৃষ্ণার্ত চাতকের মতো মোরা সুখের অক্লান্ত স্বপ্নবাজ,  
তবুও সুখ চলে যায় বহুদূর অচেনা অচিনপুরে,
প্রেমের ফসিলগুলো বেদনার আবীর ছড়ায়,
জীবনটা হয়ে উঠে রৌদ্রময় কৃষ্ণ রাতের বাসিন্দা।