লেখনীতে আর লিখি কত?
মনে পরে অবিরত,
মনে করতে পারছিনা,
একি হলগো?
ভাবতে গিয়ে ভাবছি কি?
এ কি মরণ ব্যাধি এলোগো।
কত মানুষ কত কষ্টে আছে গো,
এটা জানার উপায় আছে গো?
ভিন দেশে কাজ করতে গিয়ে
এবার নিজের দেশে ফিরতে চাই,
পেটের টানে গেছিগো।
ক্ষুধার জ্বালায়  মরছিগো,
আমাদের নিয়ে আলোচনা করছো তো?
ফিরিয়ে আনতে পারছো কি?
পরিযায়ী পাখি শুনেছি আমরা,
পরিযায়ী শ্রমিক শুনছি আমরা।
শ্রমিকেরা হাঁটতে হাঁটতে হচ্ছে ক্লান্ত,
ক্ষুধার জ্বালায় রয়েছি আমরা
মরছি আমরা এবারগো।।