তোমার জন্য আজও বুকে
নিঝুম দুপুর কাঁপন ধরায়,
আবছায়া সব ধূসর ছবি
মনের চোখে বৃস্টি ঝরায়।
আজও নদীর মরা স্রোতে
উজান বেয়ে ঢেউ যেতে চায়,
এ অ-বেলার প্রাক্ বিকেলেও
পুরানো সেই গান স্মৃতি বায়।
কত যে প্রহর কত চলায়
তুমি এ প্রানের সঙ্গে ছিলে,
আমায় ছেরে নিস্ব করে
আমাকে তুমি হারিয়ে দিলে।
জানতে ভীষন ইচ্ছে করে
এখন তুমি আছ কেমন,
এখনও কি তেমনি হাসো
আগে তুমি হাসতে যেমন।
তোমার স্মৃতি আজও দাড় বায়
বক্ষে আমার সঙ্গে থাকে,
সঙ্গোপনে রাখি ধরে
নিত্য প্রানে ছবি আকে।
যখন গহন দূঃখ এসে
ভরায় মনের শূন্য ঝাপি,
নীড় ভাঙা এক পাখীর মত
মনের দহন বুকেই চাপি।
আজ শূন্য দেউল স্তব্ধ  পুরী
ভাঙা হাট শ্মশান খাঁ খাঁ,
খাঁচায় বন্দী পাখির মত
ভেঙেছে আজ মনের পাখা।
তোমার   ব্যথা য় আজও বুকে
নিশিথ রাতের শিশির ঝরে,
সঙ্গে ছিলে সে সব স্মৃতি
হাটে চলে মনের গড়ে।