যেমন তীব্রতর অন্ধকারের পরেই আসে ভোর,
তেমনি- শেষ ঋতু যখন জরাগ্রস্ত
শেষ প্রহরের প্রতীক্ষায় হয় প্রানান্তকর,জীর্ণ দাবদাহে ধূলি ধূসর হয় রুক্ষ  প্রান্তর,
সে তপ্ত সমীরণে পান্ডুর বৃক্ষরাজি আর ক্লিষ্ট বনলতার সাথে সমস্ত জীব জগৎ তৃষ্ণার্ত নয়নে
আকাশের দিকে চেয়ে তোমারই আগমনের প্রতীক্ষায় প্রহর গোনে হে বৈশাখ।
শুষ্ক মৃত্তিকাও চাতকের মতো একফোটা জলের
জন্য যখন হাঁসফাঁস করে।
তখনই পুরাতনের সমাপন ঘটিয়ে নবপ্রেরনায় জীর্ণতাকে ঘুচিয়ে দিতে তুমি আসো হে বৈশাখ।
আসো অজুত কৃষ্ণবর্ণ পক্ষীরাজের ডানায় চড়ে,
লক্ষ ক্ষুরে শব্দ তুলে, ধুলো উড়িয়ে।
পিনাকপানির মতো ডম্বরু বাজিয়ে তোমার
আগমনের বার্তা জানান দাও হে রুদ্র বৈশাখ।
ধ্যান মগ্ন স্থবিরা ধরিত্রী চঞ্চল হয়ে ওঠে তোমার
উপস্থিতিতে।
যেন এক উৎসবের অনুরণন ছড়িয়ে পড়ে মাটি-
আকাশ আর বাতাসের পরতে পরতে।
কোন মহা শক্তি যেন সে লগ্নে পিঙ্গল ভস্বাসুরকে
বধ করে সবুজের আহ্বানে বীজের ঘুম ভাঙাতে
অযুত লক্ষ  ধারার বর্ষন মুহূর্মুহুঃ আকাশ থেকে
তীরের ফলার মতো ছুড়তে থাকে মাটিতে
সেই খুশিতে মগ্ন সবুজেরা মাথা আন্দোলিত করে
বারে বারে তোমাকে প্রণতি জানায় হে বৈশাখ।
তোমার অকৃপণ স্নেহ বরষণে খুশিতে ডানা মেলে
ভিজতে থাকে পাখিরা।
আর ধুলি মুক্ত বাতাস আনন্দে হিল্লোল তুলে
কিশোরীর মতো ছোটাছুটি করে নাঁআঁ চচতে থাকে।
শাখায় শাখায় কিশলয় মাথা নেড়ে খুশিতে
পরস্পর আলাপচারীতায় মত্ত হয়,
উজ্জ্বল আলো মেখে ভিজে বাতাসে সুবাস ছড়িয়ে
ফুলেরাও হাসতে থাকে,
আর সেই শুভ ক্ষনে আলোর দেবতা ঈষৎ পশ্চিমে
হেলে লক্ষ পিচকিরি দিয়ে তার শরীরের নির্যাস
ছুড়ে দেয় নীলাম্বরের সামিয়ানায়,
পূবের আকাশ তখন সাত রঙের তোরণ সাজিয়ে
তোমায় স্বাগত জানায় হে বৈশাখ।
    হে নব বৈশাখ,আজ এপূণ্য প্রভাতের
    শুভ সন্ধিক্ষনে বাস্প -বাতাস আর
    আলোর কণার সংঘবদ্ধ পরাক্রমী সৃজন
    শক্তির কাছে পাঠ নিয়ে, যা কিছু হিংস্র
    বিদ্বেষ বিচ্ছন্নতার ঘূন ধরা ভাবনায় শীর্ণ,
    সেই অন্ধ যূগীয় ক্ষীণতাকে বর্জন করে
    এসো আমরা সবাই বন্ধু হই,যা কিছু সত্য
    প্রেমময় যা জীবন আর প্রকৃতিকে সৃস্টির
    এক  অভিন্ন পথ খুলে দেয়, এসো আমরা
    সেই নতূনের বন্দনা করি। এসো সবাই
    মিলে আমরা  ধ্বংসহীন-মারনাস্ত্র হীন এক
    সবুজ পৃথিবী গড়ি। তবেই সার্থক হবে
    আমাদের এ বর্ষবরণ ধন্য হবে জীবন ধন্য
    হব আমরা।
  এসো এসো আজ
  নব প্রহরের নব অধিরাজ, এসো হে বৈশাখ।
  হাতে ধরে হাত সরাব এ রাত
  বাজুক এ প্রভাতে মঙ্গল শাঁখ
  যা কিছু ধূসর,যা কিছু মলিন
  যা আছে ভুলের মনে আকা পট
  ঘোচাবো হরষে সবার পরশে
  ভরাবো আজি এ মঙ্গল ঘট।।


ক্ষ