হে -শ্রষ্টা, যদি পারো, আমাকে শালিখ-খরগোস-
না হয় তো চড়ুই করে দাও। তখন অন্তত
আমাকে আর মারনাস্ত্র গড়তে হবেনা।
সাম্প্রদায়িক বিভাজনে কারও ঘর থেকে
বে-ঘর করে পুড়িয়ে মারতে হবেনা।
মায়ের সামনে তারই নাবালক মেয়েকে....
.....না না .. ছিঃ ছি...আমাকে না হয়
তুমি কোকিল করে দাও, আমি গাছের ডালে
বসে লেজ নাড়াবো, ইচ্ছে মতো
ডানা মেলবো,আবার খুশীতে গান গেয়ে
জানিয়ে দেবো-বসন্ত এসেছে।
আমকে অন্তত নৃশংস -হিংস্রতার তকমা
নিয়ে.....আমাকে বরং....