জীবন সবার জয়ের জন্য
সেটাই তো বিজয়,
ধর্ম মানে আলোর সকাল
আঁধার মন্ত্র নয়।
ধর্ম থাকুক সকল হৃদয়ে
বিরোধ যুদ্ধে নয়,
হাত ধরে পথ চলুক ধর্ম
তবেই আসবে জয়।
আজান -শঙ্খ-ঘন্টা ধ্বনি
মিলে হোক এক সুর,
জীবন চলুক হাতে হাত ধরে
দূর হতে বহু দূর।
একটি প্রানের দূঃখ ঘোচাতে
যখন এগোবে সকল হাত,
তখনই হাসবে আলোর সকাল
ঘুচবে হিংসে রাত।
কেউ আর তখন হবেনা বে-ঘর
সবাই থাকবে ঘরে,
সেই তো হবে আসল স্বর্গ
এই ধরনীর পরে।