অনেক ঋতুই আসে গো বিষ্টি
তোমার মত মিস্টি নয়,
তুমি যখন কথাকলি হও
প্রানে কাব্যের সৃষ্টি হয়।
তুমি যখন মুশলধারায়
করো মাটিকে আলিঙ্গন,
পা-ধা-নি-সা বোলে ঝালা-বিস্তারে
নেঁচে ওঠে বন-উপবন।
তোমারই পরশে সবুজ শিশুরা
আকাশে খুশিতে হাত বাড়ায়,
ডোবা খালেবিলে মিলে কলরোলে
ব্যাঙেরা সুরেতে গাল ফোলায়।
খর ঋতু সব রস শুষে যখন
প্রকৃতি ও প্রাণে জ্বালা ধরায়,
সুধা বরষনে তোমারই মমতা
মায়ের মত স্নাত করায়।
তাইতো বিষ্টি সব ঋতু সেরা
তুমি বসুধা -প্রাণের আপন জন,
তোমার সাথে এ মাটির বন্ধন
স্নেহময়ী মা, আর শিশু যেমন।