পরমানু বোমা নয়,কাজ আর রুটি চাই,
বুকে ভরা থাক স্নেহ- হয়ে সব ভাই ভাই।
সকলেরই চাওয়া হোক,ভালোবাসা দিয়ে জয়,
কেউ যেনো চায় নাকো যুদ্ধের পরাজয়।


শ্রমিক- রাষ্ট্রনেতা সাধারন জনগন
সব প্রাণে জয় চাই - সকলেরই হোক পণ।
যুদ্ধের হাতীয়ার সব কিছু কেড়ে নেয়,
সব আলো মুছে নিয়ে তমসায় ছুড়ে দেয়।


জয়ী নয়, সকলেই যুদ্ধেতে হেরে যায়,
হাহাকার -যন্ত্রণা, মেলে শুধু হায় হায়।
বুঝিনাকো দেখে বুঝেও, কেনো চলে যুদ্ধ!
হেরে যাওয়া যন্ত্রণা হয়নাকো রুদ্ধ।


এসো আর ভুল নয়,সকলেরই ভালো চায়,
হাত  ধরে ভালোবেসে সূর্যের গান গায়।