চাওয়া হোক - অস্ত্র নয়
ভাত আর রুটি চাই,
বুকে ভরা থাক স্নেহ
হয়ে সব ভাই ভাই ।
সকলের চাওয়া হোক
ভালোবাসা দিয়ে জয়,
কেউ যেনো চায় নাকো
যুদ্ধের পরাজয়।
শ্রমিক রাস্ট্র নেতা
জ্ঞানী গুণী  জনগণ,
সব প্রাণে জয় চায়
সকলেরই হোক পণ।
যুদ্ধের হাতিয়ার
সবকিছু কেড়ে নেয়,
হিংসের বিষ বায়ু
অশ্রুতে ভরে দেয়।
সৃজন স্বর্গ ধরায়
নেমে আসে হাহাকার,
মানুষের ই গড়া ভূলে
সব হয় ছাড়খার।
এসো আজ সবে মিলে
সৃষ্টির গান গাই,
এক হয়ে মুছে ফেলি
যত ভুল হায় হায়।
উঠুক রাত্রি মুছে
সুদিনের সুখ ভোর,
সব বাধা ভেঙে গিয়ে
খুলে যাক স্নেহ দোর।