ধর্ম ই তো গড়বে স্বজন
ভেদ করতে নয়,
ধর্ম মিলন মন্ত্র হলে
ধর্ম রক্ষা হয়।
ধর্ম সবার সাথী হবে
ধরবে দূখীর হাত,
ধর্ম সতত সূর্য সম
ঘোচানো অন্ধ রাত।
ধর্ম সত্য মানবিকতা
সকল জনের জয়,      
শঙ্খ-আজান-ঘন্টাধ্বনি
সমান ধর্ম ময়।
জেনে বুঝেও সহজ সত্য
চাইছি নাকো বুঝতে,
তাইতো ভোরা-ই ভাষা হারায়      
পারিনা আঁধার বুঝতে।
ধর্ম রক্ষা করার নামে
ধর্মটাকেই মারছি,
ভুলের পথে পথ হারিয়ে
মানুষ হয়েও হারছি।