দূঃখটাকে যতই বলি
    এখান থেকে যা না,
জাপটে ধরে দূঃখ বলে
   কেন করছো মানা?
আমি আছি বলেই জেনো
    সুখের মূল্য আছে।
নইলে সুখও পানসে হয়ে
    যাবে সবার কাছে।
দেখবে তখন, সবাই আমার
   ঘুরছে পাছে পাছে।
দূঃখ যাদের নেইকো তারা
     জীবনটা কী জানেই না।
লড়াই করে জীততে যে হয়
    সেটা বোধহয় মানেই না।
রাত যদি না থাকতো তবে
   আলোর দামটা থাকতো কী?
দূখের দহন না পোড়ালে        
     সুখের স্বপ্ন আঁকত কী?
দূঃখ দিয়ে কাঁদায় বটে
    চলতে আমি শেখাই যে,
আঁধারেতে দীপ জ্বালিয়ে
   আলোর মাতন লেখায় যে।        
দূখের সাথে লড়াই করেই
   জয় ছিনিয়ে আনতে হয়,
তবেই জীবন সার্থকতায়
   উঠবে হয়ে আলোক ময়।