মানুষের প্রথম পরিচয় সে মানুষ
ধর্ম বর্ণ জাতি নয়,
মানুষের প্রথম ভাষা আঙ্গিক
দেশজ বা কথ্য নয়।
এ ভাষার নেই কোনো ভেদ
এ ভাষা সার্বজনীন,
এ ভাষা সবারই এক
এ ভাষা বিশ্বজনীন।
এ ভাষায় সব বলা যায়
সবায়ই বুঝতে পারে,
এ ভাষা ভিন্নতা হীন
এই বিশ্ব পরিবারে।        
এ ভাষা তোমার আমার
এ ভাষা সকল জনার।
জন্মে অবোধ শিশুও
এ ভাষাই কথা বলে,
যে ভাষার নেইকো প্রভেদ
যে দেশেই যাওনা চলে।
শুনেছো মেঘেদের ভাষা
ঝড়েরাও কথা বলে,
ঝর্ণা -নদী জল স্রোত
যে আঙ্গিকে ছুটে চলে।
এ ভাষায় প্রথম ভাষা
যা মুখে হতোনা বলা,
দূঃখ- ক্রোধ বা স্নেহ  
ভাবেতেই ছিলো চলা।
সবায়ই দূঃখে কাঁদে
চোখেতেও অস্রু ঝরে,
যাতনায় নেই কোনো ভেদ
সবায়ই গুমড়ে মরে।
খুশিতে সবাই হাসে
যত ক্ষোভ সর্বনাশে।
এ ভাষায় নেই কোনো ভেদ
এ ভাষাই ভাঙে বিভেদ।
এ ভাষা সকল প্রাণের
এ ভাষা মিলন তানের।
এভাষায় প্রাণ ভরে নাও
সব রঙ এক করে দাও।
ভেঙে দিয়ে সব ব্যবধান
এসো গায় এক হয়ে গান।
এসো সেই যুদ্ধ লড়ি  
যেখানে নেই পরাজয়,
যে লড়াই ফোটায় হাসি
সবারই আসে বিজয়।
দেহজের এই ভাষাটাই
একতার প্রমান করে,
জীবনের সকল পথেই
চলো যাই হাতটা ধরে।