যে ঘরটা দাউ দাউ করে জ্বলছে...
সে জতুগৃহে যদি তোমারই ছোট ভাই- তোমার জন্মদাত্রী মা,বা তোমার বৃদ্ধ অসহায় বাবা
বাঁচাও-বাঁচাও চিৎকার করতে -করতে -করতে......
স্থিমিত হয়ে যায়,
কিংবা তোমারই চোখের সামনে
তোমার আদরের ছোট বোনকে জোর করে
তুলে নিয়ে যায় একদল লুটেরা জল্লাদ....
যারা শুধু লুঠতরাজ সংগঠিত করতে হীন ধংসোন্মত্ততায় দাঙ্গার
দাবানল ছড়িয়ে আবাস ভূমিকে গড়ে চলেছে বধ্যভূমি....
হয়তো বুঝতে পারছিনা- আগুন কিন্তু ভেদাভেদ বুঝতে চায়না,মানেনা সে এপার ওপার,
শুধু ধংসই তার আখ্যান।
বিশ্বাস করি, এখনও পৃথিবীটা মানুষেরই আছে,তবুও আমাদেরই ভাবতে হবে.....
আমরা কোন পথ গড়ে যাবো, আমাদেরই
সন্তানের জন্য.....