দশের লাঠি একের বোঝা
      বললে শুধু চলবে না,
একসাথে  নয় ভিন্ন হব একথা
      কেউ বলবে না।
একটা ভারত দু ভাগ হয়ে
      ঝরছে রক্ত জ্বলছে দেশ,
হিংসে পুশে লড়ছে নিত্য
       জানিনা এর কোথায় শেষ।
প্রান যদি হয় শত্রু  প্রানের
      বন্ধু হবে কোন সে জন,
বিদ্বেষে তাই ঘিরছে মরু
       প্রান হারাচ্ছে সবুজ মন।
আমি তুমি ভুলে যদি
       সবাই সবার আপন হয়,
হিংসে বিদ্বেষ দূরে সরে
       এ ভূবন হবে স্বর্গ ময়।
দেখবে তখন সবাই আপন
        একের বোঝা থাকবেনা,
তুমি তোমার আমি আমার
        বলে আর কেউ হাকবে না।