কোন বিচ্ছিন্নতার পাঠ দিচ্ছ গুরুং
     কিশোর ছাত্র নামিয়ে পথে,
ভেবেছো কি দিচ্ছ ঠেলে
     কোন নরকের বিনাশ রথে?
বিমল গুরুং আগুন জ্বেলে
     সর্বনাশের করছো খেলা,
খুব অচিরেই বুঝবে পাহার
     দীপ নেভানো অবহেলা।
কোন কালেই বাটোয়ারায়
    হয়নি কেউ-ই সুখী,
অতীতটাতে চেয়ে দ্যাখো
   সব জনেতেই দূখী।
একতাতেই জয়ের কথা
   নিত্য সবাই  ভুলছি,
আগামী শিশুকে কোন শিক্ষায়
    ব্রতী করে গড়ে তুলছি?
সিংহাসনই নেতার লক্ষ্য
    সে অন্য কিছু বোঝেনা,
সাধারনের ঘর পুড়লেও
   সে পথ নেতা যোঝেনা।
বিভেদ বিষের আগ্নেয়গিরি
   লোভের রোষে জাগিয়ে দেয়,
রক্ত ঝরে মানুষেরা মরে
   নেতা আখের গুছিয়ে নেয়।
বুঝেও তবু আমরা সবাই
    একসাথে পথ চলছিনা,
আমরা সবাই নইকো ভিন্ন
  সু-দৃঢ়তায় বলছি না।
সেই সুযোগেই ঐ নেতারা
   একতাকে করে রুদ্ধ,
  বুঝেও আমরা অবুঝ  হয়ে
      লড়ছি হারের যুদ্ধ।