একুশ মানে রক্তে রাঙা
সূর্য ওঠা ভোর,
বাংলা ভাষার স্বীকৃতিতে
একুশের খোলা দোর।


একুশ এনেছে আপসহীন এক
অধিকারের যুদ্ধ,
অত্যাচারীর সকল অস্ত্র
একুশ করেছে রুদ্ধ।


একুশ আমার একুশ তোমার
স্বপ্ন বাঙ্গালির,
প্রমান রেখেছে যোদ্ধা একুশ
বীরত্বের সে বীর।


একুশ মানে খান সেনাদের
অস্ত্রের পরাজয়,
একুশ মানে সফল স্বপ্ন
সব বাঙালির জয়।


ভেদহীন বাংলা লড়াই যুদ্ধেে
সবায়ই ধরেছে হাত,
তাই তো উদিত হয়েছে সূর্য
সরিয়ে গহন রাত।


একুশ শেখায় মিলন মন্ত্রে
জীবনের জয় গান,
হিন্দু মুশলিম বৌদ্ধ খৃস্টান
বাঙ্গালীর এক প্রান।