এক এক সময় পৃথিবীটাকে অথৈ সমুদ্র মনে হয়,
মনে হয় আমাদেরই গড়া ঢেউ ফণা তুলে গিলে খেতে আসছে।
এক এক সময় এই গ্রহকে নিঃশব্দ নক্ষত্রহীন
অন্ধকারের চাদরে মোড়ানো প্রেতপুরী মনে হয়।
মনে হয় আমাদের চারপাশে অস্পষ্ট অশরীরির      
নিমগ্ন আনাগোনা।
ছটফট করতে থাকা প্রাণটা একটু সাহায্য পেলে
নিশ্চয়ই বেঁচে যেতো -- অথচ উল্কা খসে পড়ে মাটিতে। অন্ধকার আরও গাঢ় হয়।
রোজ ই নিয়ম করে সূর্য ওঠে, বেলা বাড়ে ।
ঋতুচক্রেে মরশুমি ফুল ফোটে। ।
সবুজ রসবতী হয়, ফলবতী হয়। মেঘ উড়ে এসে
মুছিয়ে দেয় রুক্ষতাকে। ফাটা মাটি জোরা লাগে। মরা নদী স্ফীত হয়ে ঘোলা জলে ঘূর্ণি তুলে
ছুটতে থাকে ।  ক্ষেতের সবুজ ধান পাকা সোনার রঙ লাগে। সব কিছুর বদল ঘটে ।
শুধু বললাই না হিংসে।  থামে না য়ুদ্ধ মানুষেরই
গড়া ধ্বংস তান্ডবে। ছারখার করা অর্ধদগ্ধ মৃত্যু  পুরীতে বার বার গণচিতা আর গন কবর সংগঠিতহয়। পক্ষ- প্রতিপক্ষ সবাই  হারে এবং হারায়। বারুদ গন্ধ ঈশ্বরের পৃথিবীর প্রাণ বাতাসে
অজানা রোগ বয়ে আনে।
বুদ্ধিশ্রেষ্ঠদের মারনাস্ত্রের প্রতিযোগীতা ক্ষুধিত
মানুষের যন্ত্রণার পৃথিবীকে আরও গহনে ঠেলে দেয়।
তবু্ও শেষ হয়না যুদ্ধ। আমরা বুদ্ধিমানেরা জেনে
বুঝে-ও আমাদেরই সন্তানের জন্য মহা বিশ্বের
একমাত্র এই সবুজ গ্রহকে ধ্বংসের মন্ত্রণায়
দীক্ষিত করে, মৃত্যুকে ত্বরান্বিত করতে,
আমরাই রেখে যাচ্ছি বারুদ স্তুপের উপর।
আমরা সকলেই জানি এর ভয়াবহ পরিণতি।
আমরা কেউ পারিনি, আজও পারছিনা
এই পৃথিবীর সাহায্য ছাড়া এক বিন্দু জল বাএক
টুকরো মাটি গড়ে দিতে।
সেই চরম সত্য কে উপেক্ষা করে এখনও আমরা বিভেদে মারণাস্ত্র গড়ে চলেছি .... জানি না      
কখনও  এর থেকে মুক্তি আসবে কি-না!
চেতনাকে অসার করে, নিষ্ঠুর সর্বনাশের লক্ষে
অন্ধত্বেে এগিয়ে চলেছি।
অথচ কোনও রাস্ট্রনেতা কোনো বৃহৎ অথবা ক্ষুদ্র
শক্তি কেউ জোটবদ্ধ হতে চেয়ে বলছি না ,
"আমরা ভিন্ন নই, এসো আমরা  ক্ষুদ্র বাস্প কণার
কাছে শিক্ষা নিয়ে মেঘের মতো একাত্ম শক্তিতে
শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠ হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ি"।
আমরা প্রমাণ করি নাম- বর্ণ -পথ ভিন্ন হলেও
আমাদের লক্ষ্য এক।
এসো আমরা জেগে উঠি একসাথে,সৃষ্টি হোক
আমাদের ধর্ম। মানবতা হোক আমাদের একমাত্র পথ। বিরোধিতা নয়,সহমর্মিতার সপথে আজ এক্ষুনি,এ প্রাণভূমির সমস্ত কোণ থেকে,
প্রতিটা ঘর,প্রতিটা পথ-প্রান্তর থেকে প্রতিটা তুমি
-আমি পরস্পরের হাতে হাত রেখে আমরা হ'য়ে
উঠি। একটাই আমাদের দেশ,একটাই আমাদের
পৃথিবী। অভিন্ন একটাই আমাদের আকাশ।
এসো না বন্ধু  --আমরা সবাই একসাথে জয়ী হই।