একটু ভাবুন বাবু মশাই
     একটু খানি ভাবুন,
যারা আছেন সুখের দোলায়
     একটু খানি নাবুন।
এমন মানুষ আছে আজও
      ভাত জোটেনা পেটে,
আজও তারা ঘাম ঝরিয়ে
     নিত্য মরে খেটে।
অট্টালিকা হয়গো বাবু
     যাদের গড়া ইটে,
হর বখতে অভাব তাদের
    চাবুক কষাই ভিটে।
যাদের ঘামে ফলে ফসল
    দেখুন-তারাই উপবাসী
তাদের ঘড়েই ভোর হাসেনা
     দূঃখ রাশি রাশি।
পরিশ্রমের ফসল যখন
    ওঠে চাষির ঘড়ে,
লক্ষ্য করে দেখুন বাবু
    বাজারটা যায় পড়ে


সেই ফসলই যেয় না বাবু
     গুদামে যায় ভরে,
ভোজ বাজির জাদু খেলায়
     অমনি  বাজার চড়ে।
এই তো হলো সিস্টেম বাবু
    ইচ্ছে খুশির খেলা।
সরল সোজায় ঠকিয়ে নেবার
   চলছে নিত্য খেলা বাবু
     চলছে নিত্য খেলা।
পরের বাড়ির এটো বাসন
    ধোয়ায় যাদের কাজ,
নিত্য তাদের আন্ধার ঘড়ে
    পড়ছে মাথায় বাজ।
বোঝা  যে জন টানছে বাবু
   আরও চাপিয়ে দাও
তোমার যেন চাঁদনী রাতে
   থাকে সুখের নাও।
রাজতন্ত্র -গনতন্ত্র বদলে অনেক যায়
  কিন্তু, দুঃখী যারা পরম্পরায়
দূঃখেরই দাড় বায় গো বাবু
   দূঃখেরই দাড় বায়।
তাইতো বলি -"বাবুরা সব
   একটু খানি ভাবুন
এ- মানুষ জন্মের মান রাখতে
   একটু না হয় নাবুন "।।