আমার আমার করো মিছে
কিছুই সঙ্গে যাবেনা
টাকা কড়ি গয়না গাটি
কিছুই তুমি পাবেনা।
যেমনি আসা তেমনি যওয়া
শূন্য খালি হাতে,
ভালো যদি করো কিছু
সেটাই তোমার খাতে।
সাধের বাড়ি সখের গাড়ি
সবই থাকবে পড়ে,
যাবে তুমি একলা ফিরে
চার কাঁধেতে চড়ে।
মিছেই ভাবো ছেলে মেয়ে
নিজের আপন জন,
মরেই দ্যাখো তারা তোমায়
রাখবে কতক্ষন ।
কাঁদতে হয় তাই কাঁদবে তারা
একটু নিয়ম করে,
তার পরেতেই ভাগের বিচার
কার কতটা পড়ে।
তার পরে ঠাই তোমার ছবির
চিলে কোঠার ঘরে।
এটাই আসল সত্য বন্ধু
দেখো হিসেব করে।
যদি পারো ভালো কাজে
নিজেকে মহত  গড়ো,
পিছিয়ে যারা দূখ আঁধারে
তাদের হাতটা ধরো।