কাজি নজরুল এক আদর্শ
মহা মানবতার নাম,
আপসহীন এক প্রতিবাদী সুর
ভয় হীন সংগ্রাম।
নজরুল মানে দূর্বার স্রোত
চির বিদ্রোহী মহাবীর,
সাম্যবাদের উদার স্বপ্নে
চির উন্নত দৃঢ় শির।
ভন্ড বাদের মুখোস ছেড়া
প্রতিবাদী তরোয়াল।
উদার মনার বক্ষে জীবিত
নজরুল চিরকাল।
কাজি নজরুল মরেনা কখনও
সে বীর মৃত্যু হীন,
যেমন সুর্য চির সুদীপ্ত
হয়নি কখনও লীন।
নজরুল আছে মননে তাইতো
স্বপ্নেরা বাঁধে ঘর।
হাতে হাত রেখে এগিয়ে চলার
প্রতিজ্ঞা ভাস্বর।
সব মনে যদি থাকে নজরুল
হবেনা কেউ বে-ঘর,
ভেদাভেদ ঘুচে পৃথিবীটা হবে
একমানুষের গড়।
দেখবে তখন মারনাস্ত্রের
নেই আর প্রয়োজন,
আজান-শঙ্খ-ঘন্টাধ্বনীর
সাথে হবে আয়োজন।
গর্জে উঠুক তোমার কন্ঠ
জেগে ওঠো ওগো বীর,
অত্যাচারীর দর্প নাশিয়া
বলো,চির উন্নত মম শির।