কজন পারে মানুষ হওয়ার
চিন্হটাকে রেখে যেতে,
বেশীরভাগই যায় হারিয়ে
ভ্রষ্ট পথের মোহে মেতে।
ছোট্ট জীবন বেঁচে থেকেও
অমর হয়ে যায়গো যারা,
মানব জন্মের আসল মানে
বুঝিয়ে দিয়ে যায়গো তারা।
মানবতার দীপ জ্বালিয়ে
কজন পারে আপন হতে,
বেশীরভাগই অবুঝ হয়ে
যায় হারিয়ে ভুলের ব্রতে।
বেশিরভাগই স্বপ্ন আঁকে
আপন সুখের ভাবনা নিয়ে,
তাই পারেনা দশের হতে
একলা পথেই যায় হারিয়ে।
জন্ম যখন শ্রেষ্ঠ প্রাণের
মহৎ কাজে মহান গড়ো,
তোমার চলার মধ্য দিয়েই
অমরত্ব তুলে ধরো।