মানুষ তুমি বিভেদ ভুলে
ধরো মানুষের হাত,
সকল প্রান হোক প্রানের জন্য
ঘুচুক ধ্বংস রাত।
বিজ্ঞান হোক জীবনের ব্রতী
মারণাস্ত্রের নয়।
জীবন থাকুক জীবনের সাথে
মানুষের হোক জয়।    
লড়াইটা হোক গরিবী সরাতে
দূঃখ করতে দূর,
সবার কন্ঠে এক কথা হোক
একই ছন্দ সুর।
বক্ষেতে হোক সূর্য বসতি
আলো ছড়াবার জন্য,
সকল প্রানের তমসা মুছিয়ে
মানুষেরা হোক ধন্য।