মহানতা শুধু কাব্যিক শব্দ নয় "উপলব্ধি "।
জীবন, মহাজীবন হয়ে উঠে তখনই,
যখন  ক্ষুদ্র  আমিত্বের খোলস ছেড়ে বৃহত্বর
আমরা হয়ে উঠতে পারে।
ব্যক্তি থেকে যখন সমস্টিতে উন্নীত হতে পারে,  
জাতি -ধর্ম -বর্ণ -গোষ্ঠীর গন্ডি ছাড়িয়ে শুধু  একাত্ম
মানুষ হয়ে উঠতে পারে।
বাতাসের মতো, মেঘেদের মতো, সাগর মোহনার
মতো, সূর্যের মতো।
তখনই সে বিলীন হয়ে, সৃস্টি যুদ্ধে আলোর
সৈনিক হয়ে উঠতে পারে।
মানুষ, তুমি মহা জীবনের পথে, শুধু মানুষ হয়ে
                                              ওঠো।