মোল্লা- পুরুত -পাদ্রি - যাজক
এরাই করছে বাটোয়ারা।
সকল মানুষ এক হয়ে যাক্
হতে চায়না দিতে ওরা।
ওরা ফলায়নাকো মাঠে ফসল
করেনা কারখানাতেও কাজ,
অন্ধ নিয়ম বহাল রেখেই
ওরা, চালায় আপন রাজ।
মানবতায় যে আসল ধর্ম
কেউ  ওরা তা বলেনা
তাইতো আঁধার গহন-গভীর
ভোর আলো হয়ে জ্বলেনা।
চায়না এরা বিভেদ ভাঙুক
সবায় ধরুক হাত,
রুক্ষ  মরুর হোক অবসান
ঝরুক বৃষ্টিপাত।
তাইতো ধর্ম অধর্ম আজ
তাইতো রক্তপাত।
মানুষ বড় নয় সেখানে
বড় যে জাত পাত।