হয়তো ঐ ছেলেটাই বৃষ্টি হতো
ভাসিয়ে দিয়ে মেঘের  ভেলা,
ঐ ছেলেটাই  গাইতো বেহাগ
সুরের ছন্দে করতো খেলা।
ঐ ছেলেটাই সূর্য হয়ে
ছড়িয়ে দিতো ভোরের আলো,
আজ,ছেলেটা ফুটপাথে শোয়
দশদিকে তার নিকষ কালো।
হয়তো, ঐ ছেলেটাই সবুজ গানে
মনের খরায় আনতো প্লাবন,
আজ ছেলেটা পায়নিকো পথ
বক্ষে ঝরে দুখের শ্রাবণ।