যদি হিংসেটা একদিন
ভুলে যায় সবজন,
ভালবেসে জয়ী হতে
মানুষেরা করে পণ।
যদি ভেদাভেদ ভুলে সব
হয়ে যায় এক সুর,
সব দেশ এক হবে
ঘুচে যাবে সব দূর।
যদি এক হয়ে সব জনে
সকলেরই জয় চায়,
যন্ত্রণা থাকবে না
এ মাটির আঙিনায়।
যদি গাছের মতো সব
মানুষের মন হয়,
সৌরভে ভরে যাবে
মুছে যাবে সব ভয়।
যদি সবজনে ভোলে লোভ
থেমে যাবে যুদ্ধ,
হিংসের ঝাপটান-ই
হয়ে যাবে রুদ্ধ।
মানুষের মনে যদি
নেমে আসে স্বর্গ,
ভালবাসাটাই হবে
যুদ্ধের খড়্গ।