বারুদ গন্ধ ধংস প্রবন এ কোন বাংলাদেশ!
উদারতা যেথা চলে হাত ধরে স্নেহ মমতার রেশ।
যেখানে নিত্য নৌকা ভাসিয়ে মাঝি ভাটিয়ালি গায়,
মাঠে গরু ছেরে আদুল রাখাল সুরেলা বাশিঁ বাজায়।
সবুজ সেখানে সীমানা ছাড়িয়ে হাত ছানি দিয়ে ডাকে,
যেথা সবে মিলে সব ভেদ ভুলে ভালবাসে দেশ মাকে।
যেথা ঈদ-উল-ফিতর দুর্গা পূজোয় বরদিনে পরে সারা,
সেথা মারন যজ্ঞে মৃত্যু মিছিল এ-কোন ধংশ পারা?
আজ-কারা বিষ ঢেলে বারুদ গড়েছে সরল ফুলেল মনকে,
কারা-শোধ নিতে গড়ে বিভীষিকা মারছে আত্মজনকে?
ধর্ম বলে কি নির্বিচারে মানুষ হত্যা করো,
বলে কি ধর্ম সরল প্রানকে মারণ হাতিয়ার গড়ো?
দেখো চোখ মেল ওগো কিশোর যুবক সকল বৃদ্ধ বনিতা,
কারা ধর্মের নামে ধর্মকে মেরে করছে ধর্ম ভনিতা?
এখনও সময় যায়নিকো বয়ে নেভেনিকো সব আলো,
এসো গো সবাই রুখে দাড়ায় মোছাই অশুভ কালো।
এই বাঙালীই  বিশ্বে কৃতির বহু সাক্ষর রেখেছে,
দুখের আঁধারে মানবিক হয়ে আলোর চিহ্ন এঁকেছে।
হাত ধরে এসো গড়ি সবাই এক মহান বাংলাদেশ,
সীমানা ছাড়িয়ে সে মানব আলোর ছড়িয়ে পড়ুক রেশ।
এসো-আরও একবার প্রমান করি বাঙালি হয়না শেষ,
অনেক দেশের সেরা আজও এই আমারই বাংলাদেশ।