ছোট্ট পাখি
বলছে ডাকি
ওঠো খোকন সোনা,
ঐ উঠেছে
দূর আকাশে
রাঙা সূয্যি মামা।
বিছানা ছেড়ে
ওঠো এখন-
শোবার সময় নয়,
মুখ-হাত ধুয়ে
সকাল সকাল
পড়তে বসতে হয়।
আলসেমিতে
বেশি-বেলায়
ঘুমিয়ে থাকে যারা,
লেখা পরায়
ভালো ছেলে-
হয় না কভু তারা।
ভোর সকালে
মুখ-হাত ধুয়ে
পড়তে বসে যারা,
সুস্থ সবল
লেখা পড়াতেও
এগিয়ে থাকে তারা।
রোজ সকালে
কিচির মিচির
তাইতো ডাকাডাকি,
সূয্যি মামার
সাথেই জাগে
ঘুম ভাঙানো পাখি।